২২/০৯/২০২০ ইং , সময় – সকাল – ১০-০০ টা


ছড়া কবিতা


স্ব দেশের   শপথ  । ।


শপথ মোরা  নিব
দেশের সেবা করবো
দেশ মাতা কে জাগাবো
কাজ-কর্ম  দিয়ে আগাবো
সৃষ্টিশীলে  ভরে দেব
নতুনত্বের স্বাদ নেব ।


হাটে ঘাটে মাঠে
পরিশ্রমে  দিন কাটে
সাগর নদী কলকারখানায়
উজ্জীবিত প্রচেষ্টার মহিমায়
ছড়াব ত্যাগের ফসল
দেশকে রাখবো উজ্জ্বল ।


সচল রাখব দেশের চাকা  
হৃদে সমৃদ্ধি র ছবি আঁকা
করবো কাজ বাস্তবায়ন
দেশের হবে উন্নয়ন
সবকিছুর প্রাণ মানুষ
উড়বে শান্তির ফানুস ।


মানুষের কল্যাণ ই  স্বপ্ন
নিরলস উজ্জীবন ই  অনন্য
ছড়াব সত্যের আলো
ঘুচাব তিমিরের কালো
মেটাবো জাতির আশা
সকলের নিরন্তর প্রচেষ্টা  ।


হবো না কর্ম  বিমুখ  
থাকবে না দায়িত্ব হীনের সুযোগ
চেতনায় নেই দেশের ক্ষতি
বাড়াব সফলতার গতি
পদানত হবো না বিদেশের
স্বাবলম্বিতা  আসবে রাষ্ট্রের ।


জন্মভূমির তরে সদা জাগ্রত
পর দেশের কাছে নয় মাথা নত
মাতৃভূমির কল্যাণে চির নিবেদিত
হবে শান্তির আবাসে পরিণত
অন্যায়-অবিচার করবো দূর
তুলবো  সাম্য-ন্যায়ের সুর  ।


স্বদেশ কে বানাবো শক্তিশালী
জনতা হবে বিত্তশালী
দেশকে গড়বো মর্যাদা বান
মানুষের স্বর্গের  ধ্যান
ভালোবাসার  বন্ধনে জড়িয়ে
পুণ্য ভূমিতে প্রীতির বান । ।


শরীফ নবাব  হোসেন ।