তারিখ  ঃ -  26 /03/2023   ইং  ।


স্বাধীনতা   আমার   স্বাধীনতা  ঃ



স্বাধীনতা বটবৃক্ষের মায়া জড়ানো ছায়া
সুধাকরের অশেষ স্নিগ্ধ মাখা মায়া
দিবাকরের প্রদীপ্ত ঝলমল আলো
জল তরঙ্গের মন জুড়ানো খেলা
নীল গগনে সাদা-কালো মেঘের ভেলা
বাসন্তীর চির যৌবনা সাজের মেলা
বাংলা ষড়ঋতুর চিরন্তন মোহনীয় রাজকন্যার  দোলা
গ্রাম বাংলার অপরূপা সৌন্দর্যের ডালা
প্রেয়সীর লাল টুকটুকে ওষ্ঠের একরাশ চুমু
মা-বাবার অবারিত অনুপ মায়া
স্বাধীনতা – প্রভুর দেয়া স্বর্গের এক টুকরো মমতা ।।


এমন সুরম্য মূল্যবান স্বাধীনতা
তখনই সার্থক –
যদি পায় মানুষের অধিকার
স্বজাতির বেনিয়া দের কাছে দেশের মানুষ হবে না অসহায়
রক্ষা হয় মৌলিক অধিকার
সর্বস্তরে বিদ্যমান থাকে ন্যায় বিচার
হয় থাকে সম্পদের সুষম বণ্টন
গড়তে পারবে না কেহ অবৈধ সম্পদের পাহাড়
আবার – থাকবে না কেহ আশ্রয় হীন , বস্রহীন ও অনাহার
মানুষ স্বাচ্ছন্দ্যে খেয়ে পড়ে পারে  বাঁচতে
ঘুষ-দুর্নীতির দুষ্ট চক্রে আম জনতা আটকে না পড়ে
লঙ্ঘিত না হয় সেখানে মানবাধিকার
বরং মাথা উঁচু করে দাঁড়াতে পারে মানবাধিকার  ।।


  -  শরীফ  নবাব  হোসেন  ।