তারিখ ঃ – ২৩-০৫-২০২২ ইং ,  সময় ঃ  সকাল – ১০-৩০ মিনিট


তবুও-----------
শুভ  সকাল  ! !



দেশে পড়ছে আকাল  
তাই বলে কি বন্ধ হবে-
শুভ সকাল  ?


দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া
লাগামহীন-  ছুটছেই ছুটছে
কার কেমন দিন যাচ্ছে  ?



অভাব-অনটন , দামের কারণে -
কমিয়েছে খাওয়া-দাওয়া
ছিকোয় উঠেছে চাওয়া পাওয়া  !  


আয় ব্যয়ের নেই সংগতি  
মধ্য-নিম্ন মধ্যবিত্তের ঢের দুর্গতি
আদৌ ও হবে কী সদ্‌গতি  ?


আছে যাদের উপরি পাওনা----------
বাজারের এমন করুণ অবস্থায়
আনন্দ-উৎসব তাদের ধরে না  ! !



শুভ সকাল--------
অফিস আদালতে ঘুষের বেড়াজাল
দুর্নীতি তে সেবা প্রাপ্তি দের চরম নাকাল ।।



কখন থামবে----------
ঘুষ , দুর্নীতি , বাজার মূল্যের লাগাম  ?    
শুরুতে ই পকেট ফাঁকা ; চিন্তায় অবিরাম ।  


  
সবখানে সমঝদার , চাটুকার ও মোসাহেবীরা
অসীম দারুণ সুবিধা ভোগী !
সদা বায় তারা উজানে লগী ।



সড়ক-মহা সড়কে চালক দের দৌরাত্ম্য
অকালে কত জীবন সমাপ্ত  !
এদের বিচার নেই শক্ত – পোক্ত ।



যত্র-তত্র আইন-কানুনের নামে চাঁদাবাজি
সহসা বনে তারা কোটি পতি
জীবন যাত্রায় জনগণের ভোগান্তি  ?


শুভ সকাল !
অনিয়মের স্বর্গ সুখের মায়াজাল
ধরেছে আলাদীনের চেরাগ ; হাজার কোটির হাল  ! !


সংশ্লিষ্ট -
যারা এসব অনিয়ম করবে রোধ---------
তারা সুবিধা লাভে থাকে বুঁদ  !
এদের আছে কী মূল্যবোধ  ?



তবুও শুভ সকাল---------
যথার্থ ই মূল্যবোধ চর্চার প্রয়োজন
নতুবা- ভেস্তে যাবে লক্ষ আয়োজন  !



শুভ সকাল !
চিরতরে ধ্বংস হোক-  মাতৃভূমির সকল আকাল
শুরু হোক আবার ; নতুন অরুণের নব সকাল  ! !


শরীফ নবাব হোসেন ।