তারিখ ঃ – ১৮-০৯-২০২১ ইং , সময় – রাত – ৭-২০ মিনিট ।


ট্রেনের  ছড়া ।।


( ১ )
ট্রেন চলে ডগর ডগর
যাত্রীরা করে বগর বগর
চানাচুর ঝাঁকায় ঝপর ঝপর
হকার বেঁচে মচমচে পাঁপর ।


( ২ )
যাত্রীরা অপেক্ষায় স্টেশনে
কখন উঠবে ট্রেনে
যাবে নতুন শ্বশুর বাড়ি
হাতে মিষ্টি   দইয়ের হাঁড়ি ।


( ৩ )
ট্রেন থামায় দিয়ে ঝাঁকি
জ্যোৎস্না রাতে চাঁদের উঁকি
ট্রেনে ছেড়ে দিল একি !
ভাবুক মনকে দিয়ে ফাঁকি ।


  
( ৪ )
হকারের ডাকাডাকি
যাত্রীর ফাঁকা ফাঁকি
বুড়া বুড়ি দেয় কাশি
বেজে উঠল গার্ডের বাঁশি ।


( ৫ )
ট্রেন আসলে ছুটাছুটি
উঠা নামার গুতাগুতি
সিট নিয়ে চাপাচাপি
দৌড়ে এসে  হাঁপাহাঁপি ।


( ৬ )
টিকিটের জন্য লম্বা লাইন
বিনা টিকিটে ছড়লে ফাইন
লাইনের মাঝে আইনের কথা
ট্রেন না আসাতে মনে ব্যথা ।


( ৭ )
সময় কাটে অধীর অপেক্ষায়
চিন্তা নিয়ে প্রিয় জনের ভাবনায়
শুনলো ট্রেনের হবে বিলম্ব
ট্রেনের বাপ-দাদারে বেশ গালমন্দ ।


( ৮ )
ট্রেনের বিলম্বে চিবায় বাদাম
ভাবের করে আদান প্রদান
গরমের তৃষ্ণায় আইসক্রিম খান
কেহ বসে চিবায় পান ।



( ৯ )
অবশেষে আসলো ট্রেন
মনটা হলো চাঙা
কপোত কপোতীর ক্ষণ টা
প্রেমের অভিসারে রাঙা ।


শরীফ নবাব হোসেন ।