তারিখ ঃ – ০৭-০৭-২০২২ ইং সময় ঃ বেলা – ১১-৩০ মিনিট ।


তুঁই কেনে চলর ?  ( তুমি কেমনে জীবন চালাচছো ? )
( চাঁটগার আঞ্চলিক ভাষায় রচিত )


অ বদ্দা – ( হে বড় ভাই )
তুঁই কেনে চলর ? ( তুমি কেমনে জীবন চালাচ্ছো )
কেনে চইল্লুম আর –  ( কেমনে চলব আর )
চিনির কেজি আশি টিয়া  ( চিনির কেজি আশি টাকা )
চাইল , আটার দাম আকাশ চোয়া   ( চাল , আটার দাম আকাশ ছোঁয়া )
সসশ্য-সয়াবিনর দাম বওত বেশী  ( সরিষা-সোয়াবিনের দাম অনেক বেশী )
ঘরর দুয়ারত বঁই কাঁদে মাসি । । ( ঘরের দরজায় বসে কাঁদে মাসী )  । ।


সামনে আসসি কুরবান   ( সামনে আসছে কোরবান )
গরু , ছল , ভেরার বওত দাম  ( গরু , ছাগল , ভেড়ার অনেক দাম )
গরম মসল্লার দাম অ গরম  ( গরম মসল্লার ও গরম দাম )
বিয়াগ্ গিন মিলিয়েরে হইয়ি মরণ  । ( সব মিলে হয়েছে মরণ )
ইয়ার উদ্ দি গাড়ি ভারা , কসাই  ( তার উপর গাড়ি ভাড়া , কসাই )
তারার লয় মাতন ন যায়  ( তাদের সাথে কথা বলা যায় না )
তুয়ারে আঁই কত কইয়ুম  ( তোমাকে আমি কত বলব )
আঁরা আর কন্ডে যাইয়ুম  ?  ( আমরা আর কোথায় যাব  ?  )
আঁত তে কইতে লাগের সরম  ( আমার বলতে লজ্জা লাগছে )
বাজারত গেলি মাথা হই যাই গরম ! ( বাজারে গেলে মাথা হয়ে যায় গরম   ! !


অ ছোড ভাই  ( হে ছোট ভাই )
তোঁয়ার ত কন  চি্নতা নাই  ( তোমার কোন চিন্তা নাই )
তোঁয়ার ছরির ত আছে   ( তোমার চাকরিতে আছে )
আল্গা পয়সা , আল্গা কামাই  ( ঘুষ / উপরি আয় )
মানুষ টিয়া আনি আনি  ( মানুষ টাকা এনে এনে )
পকেডট ডুকাই দি যাই  ( পকেটে ভরে দেয় )
তুঁই হইয়ু জে  ( তুমি হইছো  )
ভাগ্গুত্যে মান্ সের  জামাই  ( ভাগ্যবান মানুষের জামাই )
তোঁয়ারার মত যারা আছে  ( তোমাদের মত যারা আছে )
হিতারার কোন অভাব নাই  । ।  ( তাদের কোন অভাব নেই ) ।


শরীফ নবাব হোসেন ।