তারিখ ঃ – ০৯-১১-২০২২ ইং , সময় – রাত – ৭-০০ টা ।


ভালোবাসার   মর্ম   বাণী  ।।


ভালোবাসার অপর নাম প্রীতি
গাহি শাশ্বত মিলনের গীতি
ভালোবাসার আরেক নাম প্রেম
বাঁধা থাকে জীবনের ফ্রেম
ভালোবাসাতে নিহিত অপরিসীম মহব্বত
বিনিময়ে মিলে প্রশান্তির শরবত ।


ভালোবাসার অপার নাম মানবতা
তারি মাঝে বিরাজিত সুখের বারতা
ভালোবাসায় মিশে থাকে মিষ্টি হাসি
হাসিতে জুড়ায় প্রাণ রাশি রাশি
এর সারা অঙ্গে জড়ানো মায়া-মমতা
তাতে ঘুচে মনের অমসৃণ ব্যথা ।


ভালোবাসা  জীবনের নব কিশলয়ের ফাল্গুন
রাঙা পুষ্পে ভ্রমর পুলকে গুণ গুণ
ভালোবাসা পূত কামনা বাসনার প্রত্যাশা
হিয়ার গভীরে  উঁকি মারে সহস্র আশা
ভালোবাসার অপর পিঠ অনাবিল আনন্দ
গানে , কবিতায় , বুলিতে ভরে উঠে ছন্দ ।


ভালোবাসার স্পন্দনে জাগে শুষ্ক মরুতে প্রাণ
পাপড়িতে  প্রজাপতির খেলায় হিল্লোলিত রাগের বাগান
ভালোবাসার নিরুপম রূপ চির সবুজ
শ্যামল দিগন্ত ই উজাড় করে অনন্ত সুখ
ভালোবাসা ই তাড়াতে পারে অসীম দুখ
ফুটে উঠে পলে পলে নিত্য হাসি মুখ ।


ভালোবাসার নির্যাস পরস্পরের অটুট বিশ্বাস
বিশ্বাসের অমিয় সৃষ্টি সুদৃঢ় বন্ধন
রঙ্গনা ভরা হৃদয়ে প্রীতির অঙ্গন
ভালোবাসার মূলে মঙ্গল কামনা
জাগে অন্তরঙ্গ অনুভবে আলিঙ্গনের বাসনা
এটা সৃষ্টির অপরূপা বেহেস্তের রাজকন্যা ।


শরীফ নবাব হোসেন ।