তারিখ ঃ – ২১-১০-২০২১ ইং  ,
সময় – সকাল – ১০- ৪০ মিনিট ।


ভালোবাসার   নেই   পরিসীমা  ।।


ফুরায় না সাগরের পানি
মরুৎ এর নেই কোন শেষ
অরুণ দীপ্তি ছড়াতে করে না কার্পণ্য
সুধাকর অমিয় জ্যে্যৎস্নার নেই কোন কমতি
সে মাখিয়ে দেয় স্নিগ্ধতা সারা পৃথিবী
সে রকম ভালোবাসার  নেই কোন অন্ত ।


ঝর্ণা ধারা কল কল গানে বয়ে যায় অনন্ত কাল
বসন্ত এসে  ফুলে ফুলে নব সাজে অপরূপে রাঙায়
নীরদ সিক্ত করে তোলে তপ্ত , রুক্ষ ধরাতল
অরণ্যের মায়াবী সৃষ্টি- ঘন শ্যামল অনুপ ছায়া বীথি
অন্তরীক্ষের অন্তহীন ঠিকানা কারো নেই  জানা
সে রকম ভালোবাসার অসীমে নেই কোন সীমানা ।  


এক হৃদয়ে ------------------
অনায়াসে , অকপটে , অনুভবে ভালোবাসা যায় সবাইকে
ভালোবাসা দিলে তা কমে না , বাড়ে বহু গুণে
এটা উন্মুক্ত , অবারিত , অনিন্দ্য-নন্দিত , স্পন্দনে স্পন্দিত
সহজাত প্রাণ কে করে মুখরিত , শিহরিত , অনুরণনে আন্দোলিত
ভালোবাসা আদিত্যে রাঙা বৃত্ত , এর মাঝেই অন্তরের পরিতৃপ্ত
মহাকালের মহাবিশ্বের অবিনশ্বর সুন্দরের স্বপ্নিল রহস্য  ! !


শরীফ নবাব  হোসেন ।