০৬/০৪/২০২০, সময় – বিকাল – ২-৩০ মিনিট


ভালোবাসার  প্রতিশব্দ


ভালোবাসা, স্নেহ, মায়া-মমতা
সব মানুষকে দিয়ে যাব সমান্তরালে সমতা ।
প্রেমময়-প্রীতির অটুট বাঁধনে বন্ধন
সবার প্রতি থাকবে নিবেদনে নিবন্ধন ।
দিতে হবে অশেষ সাহায্য সহযোগীতা
এতে থাকবে না কোন রকম অপারগতা ।
বিলাতে হবে হৃদয়ের সহস্র মহানুভবতা
আলোকে আলোকিত থাকবে অবিরত আমজনতা ।


মনের মাঝে থাকবে নাকো একটু খানি সংকীর্ণতা
চিত্তের আবেগ-অনুভূতিতে থাকবে পরিপূর্ণতা ।
জীবনের তরে নিঃশেষ হবে সতত প্রাণ
সদা উজাড় করে দিতে প্রস্তুত রইবো আপ্রাণ ।
মানুষের জন্য নিঃসৃত হবে  আত্মার  চিরন্তন আশীর্বাদ
মুক্ত মনের অভিব্যক্তি বিকাশই  সর্বদা সহজাত ।


প্রত্যহ চলবে অযুত শুভ কর্ম প্রয়াশ
মানব কল্যাণে বইবে অন্তরের  আত্মবিশ্বাস ।
বসুধায়  ভালোবাসার প্রতিশব্দ যত বিরাজমান
মানব  কাজে ব্যবহৃত হলে পাবে যথার্থ  সম্মান ।
ভালোবাসার ভবনে অপর নাম অংকিত  হবে মানবতা
আর মানবতা মানেই সকল  মানুষকে ভালোবাসা !


শরীফ নবাব হোসেন ।