ভালবাসা, শুধুই ভালবাসা


ভালবাসা একটি শব্দ
অতি লাগে মধুর
ভালবাসার পরশ টুকুন
মনে হয় যাদুর ।


তোমার আমার ভালবাসা
যদি থাকে প্রাণে
অনেক দূরে থাকলে ও তুমি
সুরটি বাজে গানে ।


ভালোবাসা বয়ে যায় অনন্তকাল
কাটাছেড়া, দ্বন্দ-বিচেছদ,স্বার্থের হানাহানি,
জগতের হিংসা-বিদ্বেষ, অকথার কানাকানি,
এরপর ও বেচেঁ থাকবে মমতার মায়াজাল ।


ভালোবাসা প্রয়োজন সবার সাথে সবার
জাতি,ধর্ম,বর্ণ,বংশ,ধনী-গরীব
সব পেশার মানুষ,সকল দেশের মানুষের,
ধ্বণিত হবে ভালোবাসা বারবার ।



ভালোবাসার মাঝে শুধু, তুমি আর আমি নয়,
থাকবে বন্ধনে সে, তিনি,তাহারা,যাহারা
আরো থাকবে সমস্ত প্রকৃতি ও জীবন
তাতেই পাবো খুঁজে সুখ, যদি হয় মরণ ।


ভালোবাসা থাকবে না খাঁচায় আবদ্ধ
হিংস্র-দানব,আগ্রাসীর কাছে মাথা না নত
থাকবে বেচেঁ, অসীমের মাঝে সীমাহীন
সার্থক হবে তখনই, চারটি বর্ণের প্রিয় নামটির ।


ভালোবাসা
টুনকো কাচঁ নয় যে ভেঙে যাবে,
পাথর নয় যে ক্ষয়ে যাবে,
কাগজ নয় যে বাতাসে উড়ে যাবে,
পণ্য নয় যে আগুণে পুরে যাবে ।


ভালোবাসা
খাবার নয় যে খেলে নি:শেষ হবে,
জাহাজ নয় যে সমুদ্রে ডুবে যাবে,
এটা অমর, অক্ষয়, অব্যয়, চির লালিত সুন্দর
দূর করে দিবে, ধরিত্রীর যত সব অসুন্দর ।


তাই তো বলি, ভালোবাসা বিধাতার শ্রেষ্ঠ দান
মানুষই একে বিকশিত করবে সাড়া দুনিয়ার প্রাণ।
ভালোবাসা প্রকৃতি ও হৃদয়ের অবিচেছদ্য অংশ
কালো থাবার বিষাক্ত গ্রাসে হবে নাকো ধ্বংস ।


এর মধ্যে জেগে থাকবো তুমি আর আমি
ভালোবাসা দিয়েই মুছে দেব সংকীর্ণতা গ্লানি ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ি ।