২৭/০১/২০১৯,  সময় – রাত – ৯ ০০ টা


ভাত   ও   লুংগি


অনেক ধরণের পরনের পোশাক আছে
পেন্ট, জিন্সপেন্ট, থ্রি –কোয়াটার পেন্ট
পায়জামা, ট্রাউজার ইত্যাদি
সবই পরি, কাজও করি
ঘুরেও বেড়ায় ।
এগুলো ব্যবহারে  স্বাচ্ছন্দ  অনুভূত হয় ,
কখনো হয় না ।
কোন কোন সময় এসব পোশাকে
কিছুটা বিরক্তিবোধ করি ।


কিন্তু নামাজ-কালাম, কাজ-কর্ম  
হাঁটাচলা, কৃষিকাজ,
বিশ্রাম নেয়া, ঘুমানো,
গল্প করা, টিভি দেখা, আডডা,
সব কিছুতেই আমার লুংগি
ভালো লাগে ।
লুংগিতেই আরাম বোধ করি !


কোরমা-পোলাও, বিরিয়ানি
কাচ্চি  ও আকনি বিরিয়ানি
বার্গার, হালিম,  স্যুপ, স্যানডুইচ,
কাবাব, পরোটা, বাবরকানি, চিকেন ফ্রাই  
আরো কত রকম সুস্বাদু ও রসনা খাবার আছে ।  
এসব খাবার একেকটা একেক সময় ভালো লাগে
আবার কোন সময় অরুচিও  লাগে ।
এগুলো  দিয়ে আমার পেটও  ভরে না !


কিন্তু  সাদাভাত ও পান্তাভাত
সারা জনম খেয়েই যাচ্ছি  ।
তার সাথে ডাল  ও পোড়া-মরিচ  আর
সরিষার তেলের আলু ভরতা হলে
আর কথাই নাই !
এরকম ভাত-খাবার থেকে কখনো মুখ ফিরে না,
অতৃপ্তিও  আসে  না,
মন ভরে, উদরও ভরে ।
মণীষীগণ পূরবেই বলে গেছেন
মাছে ভাতে বাঙ্গালি ।
আর উপরের কথাগুলো বিবেচনা করে
আমার বেলায় বলতে হয় –
লুংগি ও  ভাতে আমি জাত বাংগালি ! ! !


শরীফ নবাব  হোসেন  ।