০৫/০১/২০২১ ইং , সময় – সকাল – ১০-০০ টা


ভেজালের  চিত্র  হরেকরকম  ।।


ভেজালের তেলেসমাতি
সাধারণের হচ্ছে সীমাহীন ক্ষতি ,
ভেজালের দুনিয়া
দেশ জুড়ে তার কারখানা ।


নিত্য নৈমিত্তিক ভেজাল
ঐ বেটা রা পেতেছে জাল ,
নিকৃষ্ট বণিকেরা ধরেছে হাল
চালাচ্ছে ভেজালের হালচাল ।


ডালঢার সাথে মোবিল
সরিষার তৈলে পেঁয়াজের ঝাঁজ ,
স্পঞ্জ মিষ্টিতে টিসু
দুধে চাউলের সাদা পানি ।


চায়ের লিগারে কৃত্রিম রং  
রংয়ের রংবেরং চলছে ঢং ,
চালে মেশায় পাথর
দাঁতে লাগলে কাতর ।


মাছ মাংসে ফরমালিন    
ফল-ফলাদিতে ফরমালিন ,
ফরমালিনে জীবন সব মলিন
অসাধু ব্যবসায়ীদের মন রঙীন ।


ট্যাবলেটে  চালের গুড়া
নকল ঔষধে বাজার ভরা ,
নকল ঔষধে সারে না রোগ
দ্রুত হয় জীবন বিয়োগ ।


দেশী পণ্য চালায় বলে বিদেশী  
কোন টা বলে আবার খাঁটি দেশী ,
দেশী বিদেশীর মারপ্যাঁচে সারা
ক্রেতা-ভোক্তা রা দিনে রাতে দিশেহারা ।


ভেজাল দার হচ্ছে সহসা মালদার  
উঠছে দেশবাসীর পিঠের ছাল ,
জীবন পড়ছে হুমকির মুখে
রোগে শোকে ধুকে ধুকে ।


অসৎ দের যেখানে যেটা লাভ  
বেচা বিক্রি তে করে সে ভাব ,
মনস্কামনা  তাদের বেশী লাভ
সততা আর মূল্যবোধ গোল্লায় যাক ।


শরীফ নবাব হোসেন ।