তারিখ ঃ – ১৩-১১-২০২১ ইং , সময় – বিকাল -২-৫০ মিনিট ।


ভুলের   মাশুল   বিস্তর  ।।


একটু ভুলে
মেলা ক্ষতি
ঘটে যায়
মহা বেগতি ।


কোন কিছুই নয় অবহেলা
ঘুরাফেরা সারাবেলা
থাকতে হয় সতর্ক
করতে নেই বাজে বিতর্ক ।


ভেবে চিনতে , সুস্থ মস্তিষ্কে
করলে কাজ
সফলতার হাতছানি
দেয় বারোমাস ।


সময়ে বুনলে বীজ
ফলন আসে বেশী
মেধা ও পরিশ্রমের
ফলাফল রাশি রাশি ।


অলসতা আর উশৃঙ্খলতায়
ভাগ্যের বিপর্যয়
সততার সাথে অধ্যবসায়
জীবনের শ্রেয় বিজয় ।


কুসঙ্গী , কুচিন্তা , কুমন্ত্রণায়
সৃষ্টি হয় যন্ত্রণা  
শুভ চিন্তা , সদ বান্ধবে
মহৎ উদ্যেগের প্রেরণা ।


তাই বলি-------------
ভুল নয় বার বার
নির্মল সাধনায় মনোনিবেশে
জীবনের সৌন্দর্য ফুটবে
ফাল্গুনে প্রতিবার , সহস্রবার ।।


শরীফ নবাব হোসেন ।