তারিখ  ঃ -–২১/১১/২০২২   ইং  ।


ভোরের   অম্বর  ! !


ভোরের নীল গগনে
ভাঙা ভাঙা সাদা-কালো  নীরদ
স্বচ্ছ নির্মল
রক্তিম দিবাকরের প্রোজ্জ্বল আভা
ছড়িয়ে দিয়েছে মহী তে  ;
তখনো মাটির বসুন্ধরায়
কোমল স্নিগ্ধ পরশে
বিশুদ্ধ সমীরণ বুলায়ে  দিচ্ছে কর  ।


ঊষার কালে অভ্র মণি
কত রূপে সেজেছে
যেন সে শ্বেত-নীলাম্বরী
শাড়ি পড়ি সুন্দরী
এক রাজকুমারী  ! !


জন-মানবের তীব্র কোলাহল
হৈ চৈ  , পথচারীর ব্যস্ততা
জঞ্জাল , ধুলাবালি , হট্টগোল
যানবাহনের শব্দ দূষণ
এখনো হয়নি শুরু ।
অর্থাৎ -------
এমন ক্ষণে
তরতাজা সবুজ-শ্যামল
নিসর্গের পূত-পরিচ্ছন্ন
স্বরূপ- আপন মহিমায়
দিগন্তে উদ্ভাসিত  ।।


এ শুভ সময়ে
যারা অলসতায়
গভীর নিদ্রায় নিমগ্ন  ,
তারা প্রকৃতির এমন
রমণীয়তায় কমনীয়
পারিজাত দৃশ্য দর্শন থেকে
সম্পূর্ণরূপে বঞ্চিত  ! !


শরীফ  নবাব  হোসেন  ।