১৪/০৯/২০২০ ইং , সময় – রাত – ৭-৩০ মিনিট ।


ভোরের জাগরণ । ।


ভোরের মুয়াজ্জিনের আযান
ললিত সুধাময় সুমধুর  তান    
ভোরের বাতাস
বিশুদ্ধ ,  নির্মল , সুশীতল আবাস
ভোরের আলো
স্বচ্ছ , সুচারু , স্নিগ্ধতায়  লাগে ভালো
ভোরের কাজ
দেহ , মনে প্রশান্তির সাজ ।


ভোরে আরম্ভ কর্ম –কোলাহল
সারাদিনের গতিময় , ছন্দ ময় জীবনের প্রতিফল
ভোরের আকাশ
সুরম্য নীলাম্বরী তে  সাজানো চারিপাশ
ভোরের পথ চলা
কুয়াশা শিশির ভেজা
বাগানে ফুলের সুবাস , সৌরবে তাজা
শান্তিতে , স্বস্তি তে , নিবিড় প্রকৃতি তে পা ফেলা ।


ভোরের পাখির কিচিরমিচির , কলরব
প্রাণে জাগায় সরব তার উৎসব
ভোরের শিশির
মুক্তা র মতো ঝলমলে হাসির
ভোরে জাগা ও
সুবিনীত আত্মার প্রার্থনা
স্রষ্টার নিকট অধিক প্রিয়
বান্দার অপরিসীম আনুগত্যের নিশানা । ।


ভোরের নিসর্গ
মেদিনী তে সৃষ্টির অনুপম স্বর্গ
জাগে প্রাণ
নতুনের অবারিত  আহবান
ভোরের ছবি
প্রকৃতির কারুকাজে  সিক্ত  নিরবধি
ভোরের শপথের গান
শুভ্র , পূত-পবিত্র , সৌন্দর্যে  জীবন রাঙান ।

শরীফ নবাব  হোসেন ।