২২/১১/২৯১৯, রাত- ৮-২৮ মিনিট


ঝরে  পড়া ও পথ শিশুদের শিক্ষা


হাতে থাকার কথা বই-খাতা
স্কুলের সময় ক্লাসে থাকবে,
পড়ার সময় পড়ার টেবিলে
খেলার সময় খেলার মাঠে,
সহপাঠীদের সাথে মেলামেশা
শিক্ষকদের সানিধ্যে থাকা,
পাবার কথা বাবা-মায়ের স্নেহ
বড়দের মায়া-মমতা এসবকিছুই ।


এরা এখন দলছুট, পথ শিশু
পড়ালেখার সাথে সম্পর্ক নেই,


আত্মীয়-স্বজন, বাবা-মার কাছে নেই
স্নেহ, মায়া-মমতা তো দূরের কথা !
অনাদর, অবহেলাই এদের নিত্য সাথী
কে জ্বালাবে তাদের জীবনের বাতি !


এরা কখনো চায়ের দোকানে বয়,
কখনো টেম্পুর হেল্পারির মতো কঠিন কাজ,
আবার কোন সময় ওয়ার্কশপের মেশিনে ঘষামাঝা,
আর পথে-ঘাটে ঘুরে বেড়ানোর মতো-
ভাসমান ঠিকানাহীন জীবন,
চলে অভিভাবকহীন,
সৃষ্টিকর্তায় যাদের একমাত্র অভিভাবক ।


শিশু শ্রম রোধের জন্য সকল
সচেতন মানুষ এবং সামাজিক সংগঠনকে,
এগিয়ে আসতে হবে দ্ব্যর্থহীন ভাবে,
কাজ করতে হবে সামাজিক মুল্যবোধ থেকে ।  


তাদের শিক্ষা, মানষিক বিকাশ ও সামাজিক গ্রহণ যোগ্যতার
জন্য এগিয়ে আসতে হবে সব মানুষ ও প্রতিষ্ঠানকে ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব,মিরবাড়ি, দেওয়ানহাট