আমাদের মাঝে কোন সম্পর্ক নেই।
আমাদের মাঝে রয়ে গেছে একটা ঝড়।
প্রতিদিনের ঝড়ো বাতাসে উলোটপালোট হয় স্মৃতিদের ঘরসংসার।


আমাদের মাঝে কোন সম্পর্ক নেই।
আমাদের মাঝে রয়ে গেছে একটুকরো কালো আকাশ।
হাসি-হাসি মুখে ভর করে কালো মেঘেদের এক্কা-দোক্কা।
আমাদের মুখগুলোতে নেমে আসে নাবিকের বাড়ি ফেরার আকুলতা।


তোমার আমার মাঝে কোন সম্পর্ক নেই।
আমাদের মাঝে রয়ে গেছে চিরস্থায়ী নিরেট দেয়াল।
প্রতিদিন সে দেয়ালে একটা করে ইট তুলে দেই।
ক্লান্ত হয়ে বসে থাকি হেলান দিয়ে দেয়ালের শরীরে।
এই পাড়ে আমি, ঠিক ওই পাড়ে তুমি কিংবা তোমাকে আমার মতো ব্যথিত ভেবে লেখা আমারই কোন কবিতা।