'তুই চাইলে অগোছালো আমি,
হয়ে যাবো পরিপাটি!
তুই চাইলে আমি হবো তোর,
পৃথিবীকে দিব ছুটি!
তুই চাইলে মন করিডোরে,
ঝুলিয়ে দিবো তালা,
তুই চাইলে সয়ে নিব আমি,
এক পৃথিবী সম জ্বালা!
তুই চাইলে মেঘ গুলো সব,
হারিয়ে যাবে দূরে,
তুই চাইলে পাখির কলরব
চলবে গানের সুরে!
তুই চাইলে হতে পারি আমি,
সাগর নদী কিংবা আকাশ!
তুই চাইলে রাজপথে নামি,
তোকে ছুঁয়ে দিতে হবো বাতাস!
তুই চাইলে রংধনু রঙে,
সাজাতে পারি তোকে,
যেখানে যাবি রবো সঙ্গে,
ঠাঁই দিস তোর বুকে!
তুই চাইলে এক আকাশ নীল,
এনে দিবো তোর হাতে,
তুই চাইলে হবো গাঙচিল,
উড়ে যাবো তোর সাথে!
তুই চাইলে নিকোটিন ছেড়ে,
আসক্তি করবো শুধু তোকে,
তুই চাইলে স্বপ্নলীন হয়ে,
ভাসবো তোর দু-চোখে!
তুই চাইলে ভুলে যেতে পারি,
অতীতের সব কান্না আর হাসি,
তুই চাইলে বাজাতে আমি পারি,
কাল নাগিনী মাতাল করা বাঁশি!
তুই চাইলে বেসুরা আমার গলা,
হয়ে যাবে সুরের খনি,
তুই চাইলে হবে একসাথে পথচলা,
সেই অপেক্ষায় দিন গুনি!