জীবনের শুরুটা জানা নেই আমার
যখন জানতে পারলাম ফেলে আসলাম অনেক পথ
এমনি হই সবার  ।
কি করলাম, কি করলাম না, তার হিসাব করব না আমি
যদি ও ভাবে সবাই।
রাত গভীর হলে সব কিছু হারিয়ে যায় আমার কাছ থেকে
এইটাই পৃথিবীর নিয়ম ।
চোখ বন্ধ করে তাই ভাবি কোথায় যাব আমি
আর মনকে শুধু বলি,
বয়স ও হল দাড়ি মোছ পাকিতে শুরু করল
এবার না হয় মসজিদে চল।
আর কত কাল দেখাবে তুমি শক্তির লড়ায়
এবার না হয় নতস্বীকার কর।
কতজনকে চলে যেথে দেখলে, নিজ হাতে রাখলে
এবার না হয় যাবার কথা ভাব।
কত বই পড়লে, কত কিছু জানলে, কত কিছু মানলে
এবার না হয় আসল কথা মান।
আমি আর আমার মন যুদ্ধ করি
সঠিক পথে চলতে, চলতে যেন পারি
কোথায় বাধা জানি না ।
বল, বল তুমি এমন অন্যায় করে, আমি কেন চলি,
জানি ভাল কিংবা মন্দ, তবে মন্দকে গ্রহণ কেন করি।
ভুল ভুল পথে আমি, ভুলকে ভুল ভাবতে শিখেনি এখনো
কি শিক্ষা অর্জন করলাম আমি
মানুষ মারতেও কাঁপেনি হাত খানি।