ভাই আমার ভাই, ভাই বলে ডাকলাম আমি
অবাক হলে, অবাক হলে তুমি
এমন ভাবে ভাই বলে ডাকলাম কেন আমি
সবাই তো আমরা ভাই চেনা কিংবা অচেনায়
এই তো জানি, ছোট থেকে মানি।
ডাকের মাঝে কি মধু পেলে তুমি
সব কিছু ভুলে গিয়ে জরিয়ে ধরলে আমায়,
বললে তুমি, পারবে না করতে কোন অন্যায়
আমার ডাক হ্নদয় ছুয়ে গেল তোমার
সত্যি কি জান,
ভালবাসা ছিল ডাকে আমার, মূলের জন্য নয়,
কোন কিছু প্রাপ্তির জন্য নয়, শুধু মানবতার জন্যে।
আসুন ভাই, একসাথে বসি দু'হাত তুলে এক সুরে বলি
হে স্রষ্টা কোন শত্রূমিত নেই, আপনি সবাইকে ক্ষমা করুন।
আমরা বুদ্ধিমান জীব, বুদ্ধি আছে আমাদের
ভাল কিংবা মন্দ সবি বুঝি আমরা
তবু ভালকে রেখে, মন্দকে গ্রহন করে নেই,
মন্দ আঁকড়ে ধরেছে আমাদের হ্নদয়।
তাই তো উল্টো দিকে চলছে আমাদের সব কিছু
একটি ডাক ধ্বংস করে দিতে পারে সব ভেদাভেদ
যদি ডাকতে পারি ভালবাসা মাখিয়ে
আসুন ভাই, এক সাথে বলি
হে স্রষ্টা আমাদের তরে আলো পাঠান, পাঠান শক্তি
তুমি ভাই, যদি হ্নদয় থেকে মানি
কি করে অন্যায় তোমার সাথে করি।
যদি তোমাকে ভাই বলতে পারি, ভাই মানতে পারি
তবে দমন করতে পারব মানুষের মধ্যকার গরমিল
আসুন ভাই কাপরুষদের কেও ধীরে ধীরে শুন্ধ করি।
আমরা সবাই যদি ভাই হতে পারি
তবে ফিরে আসব বিপরীত দিকে সত্যের দিকে।