এতো সেই দিন, কোন এক পথে
একটা শব্দ শুনলাম, তাকালাম এদিক ওদিক
যা দেখলাম, দেখে রক্ত ঠান্ডা হয়ে জমে গেল  আমার।
একে একে তারা, পড়ে গেল সকলেই
আমিও পড়ে ছিলাম রাজপথে
কিছুক্ষণ পরে সব শান্ত হলে
তাকিয়ে দেখি আমার পাশে
ভারী ভারী দেহ প্রাণহীণ মাংস স্তুুপ,
খুব কাছে থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম
দেহ খাঁচা থেকে, প্রাণ পাখি যাচ্ছে উড়ে
স্বর্গ কিংবা নরকের দিকে ।
আমার পাশ দিয়ে আত্মরা সব যাচ্ছে
আর আমায় বলছে, তুমি তাদের বল
তারা যেন আর না জড়ায় প্রাণ কোন কারণে
কথা দিলাম সে আত্মাদের, বলেছি তাদের
যতকাল দেহে রবে প্রাণ, চোখে রবে দৃষ্টি
বলে যাব তাদের, যারা তাড়িয়ে দিল তোমাদের
এই সুন্দর পৃথিবী থেকে।


তোমাদের বলছি,
তোমরা যারা টাকার লোভে
মানুষ মারতে হও রাজি
ক্ষমতার লোভ পার না ছাড়তে
তাই খেলছ মানুষ মারার খেলা,
রক্ত দিয়ে রং করছ তোমাদের হাত খানা।
বুঝে কিংবা না বুঝে, জেনে কিংবা না জেনে
নিজের জন্যে কিংবা দলের জন্যে
মারছ মানুষ খেলার ছলে।


তোমাদের বলছি
তোমাদের কি নেই কোন
প্রেম, দয়া, শান্তি, করুণা
দয়া থাকে মানব হ্নদয়ে
তবে কি তোমরা মানব নয়।
তোমরা তো জানো, তোমরা তো বুঝ
মানুষেরই উজ্জল মূর্তি প্রেম,
আর শান্তি হচ্ছে মানুষের পোশাক,
এ সব থেকে তোমরা দূরে কেন বল।


তোমাদের বলছি,
বন্ধ কর, যা মানুষের জন্য অন্যায়
অবশ্যই মানুষ ভালবাসবে মানুষকে
আস আমরা সবাই, সবাইকে ভালবাসি
তাহলে আমাদের সাথে থাকবে
প্রেম,দয়া, শান্তি।