পঁচিশ মানেই কালো রাত-
যে রাতে হায়নারা দিলো হানা,
শেয়ালেরা উঠলো উলু দিয়ে-
শান্ত হয়নি শুধু রক্ত নিয়ে!
ঘরবাড়ি যে করছে ফানা-ফানা!


অজানা তো নয়, বলতে ভয়-
পঁচিশ মানেই রক্ত খেলা,
পঁচিশ মানেই গোলাগুলি-
পঁচিশ মানেই স্তব্ধ বুলি
পঁচিশ মানেই রাত্রি বেলা।


হায়না জাতি পড়লো ঝেঁপে তেরে-
প্রাণ গুলোই যে নিলো কেঁড়ে-
দুঃখ গুলো উঠে শুধু বেড়ে-
লাশ গুলো ছিলো থরে থরে!