আমাদের ঐ-গাঁয়ে আছে,
নিম সেগুন আর জারুল গাছে-
হরেক রকম পাখি,
আমার সঙে আমার গাঁয়ে-
পাড়ি দিবে ডিঙি নায়ে?
ভরবে তোমার আঁখি।


গাঁয়ের পথে হাঁটবো দুজন
করবে তখন পাখি কূজন
মিষ্টি মধুর সুরে,
দুচোখ মেলে দেখবে তুমি
সবুজ শ্যামল স্নিগ্ধ ভূমি
রোজ সকালে ভোরে।


ফুল পাখিরা গাইবে যে গান
কৃষক বধূ তুলবে যে ধান
মাটির গোলা ভরে,
বিকেল হলে বংশী নদী
ডাকবে তখন মাঝি বদী
ভিয়াল নামটি ধরে।


আমার গাঁয়ের চারিপাশে
অথই জলে মাঠ যে ভাসে
ফসল সহ বিলে,
আমার সাথে আমার গাঁয়ে
হাঁটো যদি তোমার পা'য়ে
মুগ্ধ হবে দিলে।