নিন্দুক সেতো বন্ধু আমার
নিন্দা করাই কাজ,
নিন্দুক বলে ডাকলে তাকে
নিন্দুক হবো আজ!


নিন্দা যে আজ সমাধান পথ
জানেনা কেন লোক?
নিন্দুক যদি হারিয়ে যায়
মরবে মানব শোক!


বলবে তখন ওহে নিন্দুক
কোথায় তুমি ভাই,
ভুলগুলো'কে ধরবে কেগো
তোমার দেখা চাই!


নিন্দা দেখেই থমকে যেতো
আমার কত পাপ!
এখন আমার পাপের বোঝা
কেমনে করবো মাপ?