ঝরে ঝরঝর
      কিছু পরপর
      ঝাঁকে ঝাঁকে এ বৃষ্টি,


      খোকাদের মনে
      শুধু ক্ষণে ক্ষণে
      আনন্দ যে সৃষ্টি!


      বৃষ্টিরর দিনে
      শুধু কিনে আনে
      বুট মুড়ি চানাচুর,


     বড় ভাই মিলে
     শুধু তারা গিলে
     খেয়ে নেয় কুর-কুর।


      শুধু চেয়ে থাকি
      চেয়ে চেয়ে দেখি
      দেয় নাতো বুট মুড়ি,


     শুধু তারা বলে
     যাতো নাকি চলে
     তুই দেসনি তো কড়ি।


     যদি টাকা দিতি
     তবে খেতে পেতি;-
     আমি বলি বলে দিবো,


     করে টাকা চুরি
     কিনে আনো মুড়ি;-
     দেও ভাই, মুড়ি খাবো।