একদিন পৃথিবী ছেড়ে চলে যাবো-
আমার মুখের হাসি সেদিনও থাকুক।
কণ্ঠ দিয়ে নাহ হোক চোখে যেনো থাকে হাসি।
আমার হাসি দেখেই আঁচলে কেউ মুখটা ঢাকুক।
না,আমার দুঃখ গুলো ভিতরে থাকুক।


একদিন আমি কোথাও নাই হবো।
সেদিন আমায় খোঁজা হোক-নাই হোক!
আমি হেসে হেসে বলবো -হয়তো গেছে ভুলে!
কেউ আমায় গোপনে সেদিন, নাই'বা তখন ডাকুক।
থাক, কষ্ট গুলো খুব গোপনে থাকুক।


একদিন পৃথিবী ছেড়ে চলে যাবো।
সত্যি যে একদিন আমি হাসতে হাসতে চলে-
যাবো কোনো এক অন্ধ-কারে, আমি নাই হবো।
তখন সবাই মিলে ডাকুক আর একটু ভালোবাসুক?
না, আমার দুঃখ গুলো ভিতরে থাকুক।


৩০শ্রাবণ ১৪২৭