আমিও দাদু বুড়ো হবো?
পাকবে আমার দাড়ি?
আমিও দাদু, দাদু হবো?
বলবে নাতনি আড়ি?


নাতনি আমার ঝগড়া করবে-
আমি করি যেমন?
আমিও তাদের আদর করবো-
হবো তখন কেমন?


ও দাদু গো, দাদু আমার
আমিও দাদু হবো,
তোমার মতোই শাসন করবো
ভূতের গল্প কবো।



রাতের শেষে শীতের পরী
টিপটিপিয়ে টিনের চালে,
ঘুমের মন্ত্র ফুঁ দিয়ে দেয়
শিশির ফুঁটায় ফুলের গালে।


অগ্রহায়ণ যায়নি বলেই
শীতের পরী রাতের ঘরে,
পৌষালি ধান কাঁটার পরেই
জ্বলবে আগুন পথের পরে।