এত প্রেম এত প্রীতি এত ভালোবাসা
কতো স্মৃতি কতো কথা কতো অভিমান,
এক সাথে কতো পথ হাঁটে দুটি প্রাণ,
এক সাথে দু-জীবন চলিবে এ আশা।


পথে পথে এক রথে ঘুরেফিরে বেশ
প্রেমপ্রীতি সবটুকু আছে ঘটা করে,
এ জীবনে সব চায় দুজনের তরে!
প্রকৃতি যে প্রতিকূলে, প্রেম হলো শেষ।


বিরহের দিন শুরু হলো দুজনের
সমাজের বেড়াজালে গেলো তারা ফেঁসে
কাঠখড়ি হলো তারা, হলো দহনের
আগুনের সাগরেতে গেলো তারা ভেসে
অবশেষে মুখ ঢাকে সাদা কাফনের
দুজনের মিল হলো ওপারেতে শেষে।