এ সময়ে শুধু শুধু
যত আছে পচা কদু
বেশি কথা কয়,
বুঝে নাতো আগামাথা
বলে যাবে শুধু কথা
শুধু পার্টশাট লয়।


এ সমাজে জ্ঞানীগুণী
হয়ে থাকে টুনাটুনি
কথা বলে কম,
করে থাকে মাথা নিচু
বুঝে নাতো যেনো কিছু
কেউ বুঝেনা বম!


চুপিচুপি জ্ঞানী লোকে
কাঁদে তাঁরা এযে দুঃখে
কিযে রসা তল,
ছোট লোকে টুলে বসে
বড় যারা গেছে খসে
জামানা কি বল?


খালি কলস বেশি বাজে
কদাকারে বেশি সাজে
বুঝে গেছি বেশ,
যারা দিবে বেশি তালি
দিবে তারাই বেশি গালি
এটা অবশেষ!