আকাশের নিচে বসবাস করি
সাগরের মতো করি প্রতিবাদ;
মানুষের কাছে অপযশ হই
তাই বয়ে যাই কত অপবাদ।


বাতাসের মতো উড়ে চলি বলে
লোকে ভাবে-কত করে উপহাস;
অন্ধের সাথে চলি ফেরি বেশ
ভাবনায় করি আমি বসবাস।


তাই সাগরের স্রোতে বসেছি
বনের মাঝেতে ঘর নির্মাণ;
মনের রঙিন ছোঁয়ায় রাঙিয়ে
স্মৃতিসৌধকে দিবোই প্রমাণ।


আপন সুরেলা সুরে গাহি গান
স্বপ্নকে গড়ি জাগ্রত মোহে;
তাই আজ চলি আকাশে,বাতাসে
নদীতে,সাগরে লঘিমার দেহে।


আকাশে না হয় বাতাসে উড়ব;
নদীতে না হয় সাগরের জলে-
উদাস বাঁওয়ে ঘূর্ণিত খাব;
তবুও যে আমি স্মৃতিসৌধ হব।


গাজীপুর, ঢাকা
২৮/০৬/২০১৯