কে পাঠালেন এমন চিঠি
সবুজ পাতার তরে?
কৃষক হেসে অট্টহাসি
ধানের গোলা ভরে!


কৃষাণ জায়া নেচে চেনে
আমন-আউশ তুলে,
শিউলি ফুলের গন্ধে কৃষাণ
অতীত দুঃখ ভুলে।


নবান্নতে মাতবে সবাই
নিজের ফসল দিয়ে,
নতুন ধানের পিঠেপুলি
সঙে আড়ং নিয়ে।


পাড়ায় পাড়ায় ঢেউ উঠিবে
নতুন চালের পিঠা,
সবার মুখে মিষ্টি হাসি
কথা শুধুই মিঠা!


রাত্রি শেষে হিমের রাজা
হিমেল বায়ু ছাড়ে,
স্যাঁত-স্যাঁতে শীত ঘুমের বাড়া
ইচ্ছে মতো কাড়ে!