দুচোখ আমার পদ্মা মেঘনা
ব্রহ্মপুত্রের মতো,
তিন নদীতে যত পানি
আমার চোখে ততো।


কেউ দেখে না এমন পানি
আমার বুকের ব্যথা
কেউ বুঝেনা এই পরাণের
আকুল ব্যকুল কথা।


সবাই আছে সবার মতো
আছে তারাই ভালো
যেজন আমায় না দেখিলে
মুখ করিতো কালো!


থাকুক তারাই পঞ্চ-সুখে
যে করেছে মায়া,
এখন আমার চোখের তরে
দেখিই তাদের ছায়া।


তাই তো এখন মরার চোখে
গর্জে মেঘের মতো
আকাশ জুরে যতটা মেঘ
আমার চোখে ততো।


১৭/০৩/২০২০ইং