একদিন যমুনার চরে, সকলের ছুটাছুটি,
একদিন সব ব্যথা ভুলে, সকল দুক্ষ টুঁটি।
একদিন যমুনার চরে, সবে মিলে এক ফ্রেমে,
একদিন আলিঙ্গন,লুটাপুটি সকলের প্রেমে।


একদিন যমুনার চরে, ঝাউ গাছ তার তলে,
একদিন কৈজুরির বুকে হাঁটাহাটি দলেদলে।
একদিন যমুনার চরে, মৃত কাঁশ দেখাশুনা,
একদিন লঞ্চে ভেসে ভেসে জীবনের দৌড় গুণা।


একদিন যমুনার চরে, সবুজের সমাহারে,
একদিন ফিরে পেতে চাবো এসময় বারেবারে।
একদিন যমুনার চরে, প্রিয় সহপাঠী মিলে-
একদিন নাচানাচি হলো লঞ্চ ছাদে তার চিলে।