ঐ আকাশে কাস্তে বাঁকা
রমজানেরি চাঁদ,
মুমিন মুসলিম বড্ড খু্শি
নিবে রোজার স্বাদ!


মধ্যরাতে ঘুম ভেঙে যে
খাবে সেহেরি!
মিষ্টি মধুর খাবার হবে
সবই তেহেরি!


ধনী গরিব অভাব দুখি
থাকবে অনাহার,
দিনের বেলায় বন্ধ চুলা
জ্বলে দেখি কার?


প্রভুর নামের জিকির হবে
হবে সর্বক্ষণ,
প্রভুর ঘরে মুমিন মুসলিম
থাকবে জনে জন।


বিকেল হলেই বাড়ি বাড়ি
ইফতারেরি রোল,
প্রভুর নামের রোজা শেষে
খাবে সুখের দোল।


৫ই বৈশাখ ১৪২৭
ভিয়াইল