শীতের বুড়ি গুমটা খুলে
যাচ্ছে বাপের বাড়ি,
পৌষের সাথে ঝগড়া যে তার
মাঘের সাথে আঁড়ি।


তাই তো এখন শীতের প্রকোপ
বাড়ছে রাগেন গুণে,
যুক্তি করে পৌষ আর মাঘে
রোদ্র দিচ্ছে বুনে।


বুড়ি তুমি যাও চলে যাও
ফিরবে বছর পরে,
রাগটা তোমার ভাঙবে সেদিন
আগুন মাসের তরে।


অপেক্ষাতে থাকবো দুজন
শীতের হাওয়া নিয়ে,
শীতের বুড়ি যাও চলে যাও
ফাগুন হাওয়া দিয়ে।