এ জীবনে আসে যায় কত কত দুখ
সব দুখ ঝেঁটে ফেলে নিতে হয় সুখ
সব ব্যথা যথাতথা ফেলে দাও খালে;-
জীবনের বুক ভরে সুখ করো ভোগ।


একা একা সুখ ভোগ করোনা প্রাণে
সুখটুকু ভাগ করো অভাগীর সনে
পথহারা পথিকের তাতে মন দোলে;-
মনটাতে পাবে সুখ, তাতে ক্ষণে ক্ষণে।


কত লোক এলো গেলো বলো দেখি ভাই
কে যে কাকে মনে রাখে, কার দেখা পাই
তাকে লোকে মনে রাখে, যে করেছে দান;-
যে করেছে শুধু ভোগ তার নাম নাই।


যদি পাও খুঁজে নাম ঘাতকের দলে
লোক তাকে থুথু মারে কটু কথা বলে
দলে দলে আসে দোষ, ঘুষখোর বেটা;-
ভোগ করে হর টাকা নিজে নিজে ফুলে।


তাই বলি জীবনেতে দুখটাকে ফেলে
সুখটাকে সাথী করে পথে হেঁটে চলে
গেঁথে নেই দুখিদের হাতে নিয়ে টেটা;-
ভোগে সুখ এটা নেই, যাবো শুধু বলে।