শরত মানে ফোটবে কাঁশ,
নদীর জলে ভাসবে হাঁস।


শরত মানে আকাশ নীল,
পদ্মপাতায় ভরবে বিল।


শরত মানে পড়বে তাল,
ঘাটের মাঝি তুলবে পাল।


শরত মানে মেঘের ঝাঁক,
বৃষ্টি হবে পাকে পাক।


৪ভাদ্র ১৪২৭;ভিয়াইল