ও আমার সকাল বেলার পাখি;
তোমাদের কি ঘুম ভাঙে না আর?
ডাকো না তো-সে মিষ্টি মধুর সুরে!
বাসা থেকে আজ, হওনা কেনো বার?


ও আমার দুপুর বেলার রোদ;
তোমরা কি'গো, উঠবে না-কি আর জ্বলে?
গ্রীষ্মকাল যে তোমার দেখা নাই!
একেমন অভিমান করো ছলে?


ও আমার সন্ধ্যাকালের জোনাক;
তোমরা আজকে কেনো- গা ঢেকে যে আছো?
তোমাদের কি সন্ধ্যা হয় না আর!
এসময়ে তোমরা, কোথা গিয়ে নাঁচো?


ও আমার নিশীথ বেলার ঝিঁঝি;
তোমাদের আজ ঝিঁঝি গেলো কই?
স্বপ্ন দেখে ঘুম ভাঙারই পরে-
ভয়ে কাঁপি, আজ একলা জেগে রই!


ও আমার খেত খামারের চাষী-
ও আমার ঘেটু ব্যস্ত নগরবাসী!
তোমরা আজ কোথায় গেলে সবাই?
গঞ্জ হাটে এখন মানুষ নাই!


২৬বৈশাখ ১৪২৭, ভিয়াইল