অভাবের সংসার চলে যে খেয়ে না খেয়ে,
বাড়ির পুরুষ সেতো চলে নাও বেয়ে!
নদীর বুকে চলছে যে তার ভাঙা নৌকা,
বাড়ির মেয়ে বাড়িত জ্বালায় গো চৌকা।


মহিলা মানুষ কার্ম খুঁজে যাচ্ছে দূরে,
বাড়ির ছেলে মাঠের তরে রোদে পোড়ে!
সবাই কেমন ব্যস্ত থাকে কর্ম গুণে,
শোষক সমাজ নাচে তারা ভ্রান্তি শুনে!


নদীর মাঝে নৌকাতে তার দৈত্য উঠে,
শুনছে তাকে রত্ন হিরা মুড়ে দিচ্ছে সুটে!
মোড়ল এটা শোনার পরে নৌকা তার,
পরিবারটা কেম'নে চলে, বলছো না যে আর?


বাড়ির ছেলে মাঠের কাজে ব্যস্ত থাকে,
চাষের জমিন চাষ করে আগলে রাখে!
জমিদার'কে বলছে যে কে, পেলো রত্ন হাড়ি,
জমিন চাষা রহিম সেটা নিছে বাড়ি।


মিথ্যা ছলে এটা গেলো, চাষাবাদে ছাই
লোকে বলে পত্নী নারী কর্ম খুঁজতে নাই!
এভাবেই সর্বহারা হচ্ছে দুখি লোক
কর্ম তাদের ছিনিয়ে নিয়ে দেয় শোক।


তারিখ:২৬/১০/২০১৯ইং