ভোরের পাখি ডাকে যখন
লাগে যে খুব ভালো,
সকাল বেলা কাক ডাকিলে
লাগবে কেনো কালো?


ঠেঙা নিয়েই মারতে যাবে
শুনবেনা যে গান,
নাই বা শুনো কাকা সুরের
কাঁদেনা তোর প্রাণ?


শুধু কি তার বেসুরা সুরে
ভ্রষ্ট হয় লোক?
ময়লা খেয়ে সমাজ থেকে
গোছায় মহা শোক।


এই কথাটি কারো হৃদয়ে
পায়নি আজ ঠাঁই,
গরিব দুখি এই সমাজে
কাকের মতো ভাই!


গরিব দুখি,সুখি মানুষ
যেদিন হলো ভাগ,
সেদিন থেকে কাকের মুখে
ফুঁটছে মরা হাঁক!


রচনাকাল:২৯ আগস্ট ২০১৯