আমি ব্যথিত নীলিমা কালকূটের বিষে,
আমি সীমাহীন দুখ প্রেমানল শিষে!
আমি পরাজিত এক বিধ্বস্ত সৈনিক,
এক রমণীয় প্রেমে রোদনে দৈনিক।


আমি ছিলাম তো একা, একাকি হেঁটেছি
হাজার মাইল পথ, আর যে দেখেছি
সুখ পাখিরা সুখের খাঁচায় তো বন্ধি
দুঃখের সাথে কেউ তো করেনি গো সন্ধি।


লাগলো ভেজাল আমার মনের কোনায়,
এক হরিণী প্রেমের গীত যে শোনায়!
সে যে মুক্ত প্রাণী, বলি নিজের চোপায়,
রঙ তামাশায় ফুল গুঁজেছে খোপায়।


থাকবে পাশে মন্ত্র পড়লো অগ্নি সাক্ষী রেখে,
ভুললো আবার ভুললো গো নয়া মনু দেখে।
এখন আমি হলফ করে বলি তাকে,
সুখ পাখিরা সোনার খাঁচাতেই থাকে।


ছলচাতুরীর প্রেমের খেলায় বিভোর,
আমি এখন মনটাকে দিলাম সবুর।
ভেবে নিলাম হয় তো আমি ভ্রান্ত জয়ে,
পরাস্ত হয়েও আমি আছি শান্তিময়ে।


তারিখ:৩১/১০/২০১৯ইং