প্লাবনে ভেঙে গেলো নদী ভেসে যায় ঘর
     আজ প্লাবনে ভিড়ে এলো তরী,ঘর হলো পর!
     আজ প্লাবনে ভাসে ঘাটে ঘাটে সড় বাঁধা নাও
     আজ প্লাবনে ভিটেহিন লোক পুড়ে দাউ-দাউ।


     আজ প্লাবনে নেই ওগো মুখে একমুঠো ভাত
     আজ প্লাবনে বুঝে গেছে ওরা পৃথিবীর স্বাদ।
     আজ প্লাবনে ভেসে আছে কত আধমরা লাশ
     আজ প্লাবনে চোখে মুখে লেখা যে দীর্ঘশ্বাস।


     আজ প্লাবনে লোট করে নেয় সড় করা লোক
     আজ প্লাবনে দুখিনীর তরে এ কেমন শোক!
     আজ প্লাবনে ভেসে গেলো সব, গোলা ভরা ধান
     আজ প্লাবনে বাঁচে যে কেমনে, বাঁচে এ প্রাণ।


     আজ প্লাবনে ভাসে গরু গাভি কৃষকের ধন
     আজ প্লাবনে কাঁদে বসে বসে আষাঢ়ের মন।
     আজ প্লাবনে ভাসে অজ ছাগ কৃষাণীর সখা
     আজ প্লাবনে ভেঙে গেছে হৃদ কূজনের পাখা।


     আজ প্লাবনে ডেকে নিয়ে এলো শাবক মরণ
     আজ প্লাবনে ডুবে গেছে তরী মৃত্যুর সরণ।
     আজ প্লাবনে ভেঙে গেছে মন সাজানো সময়
     আজ প্লাবনে ধেই আসে ভয়, নেই তো প্রণয়!


                                       লেখাঃ-১৯শে জুলাই২০১৯
                                                                 গাজীপুর
                                                      ★ ____________★