ঝিনাইগাতী নদীর তীরে
এক যে এলো ঋষি,
হাত দেখাবে এই বলে যে
ছুটছে মাসিপিসি।


হাতের রেখা দেখে তিনি
ভাগ্য বলে দিবে,
বিনিময়ে দুএক আনা
পারিশ্রমিক নিবে।


হাতের রেখায় লেখা থাকে
ভাগ্যের যতো পাওয়া,
ঋষির কাছে পাথর আছে
সব সুখের গান গাওয়া!


হাত দেখে ঐ ঋষি যদি
মুখটি করে বাঁকা,
বুঝতে হবে খুব সহজে
তোমার পকেট ফাঁকা।


বলবে ঋষি তোমার উপর
রাহুর দশা আছে,
বাঁচতে হলে শত টাকার
পাথর আমার কাছে।