দেখো না আজ চোখটি মেলে
কার ছেলেটা কার যে কোলে
করছে সদা খেলা,
শোষণ শাসন ফোকর যতন
ধান্ধা তাদের গিলবে রতন
অস্ত যখন বেলা।


ভেলকি শুধু দিচ্ছে চোখে
পড়ছি তাদের বাণী মুখে
চলছি তাদের মতো,
খুনখারাপি রাহাজানি
মদ নয় যেনো গিলছি পানি
হচ্ছি শত খত!


দেশের তরে লড়ছে যারা
হচ্ছে নাকি তারাই মরা
চিন্তা করো তবে,
দেশটা নাকি স্বাধীন ছিলো
এখন তবে এটাই বলো
স্বাধীন ছিলো কবে?


মেধাবীদের খাচ্ছে গুলে
বীর সেনাদের নিচ্ছে তুলে
এটা কেমন কথা?
মনের মাঝে দুক্ষ লাগে
দেশটা কাদের বলো আগে
ভাবলে বাড়ে ব্যথা।