ঐ আকাশের একটি তারা
পড়লো খসে আজ,
বাংলা মায়ের বুকের তরে
পড়লো যেনো বাজ।


যে তারকায় করলো স্বাধীন
দিলো মায়ের রূপ,
মায়ের ছেলেই করলো কতল
দিয়ে বিষের কোপ।


ভয়াল আগস্ট আঁধার রাতে
মুজিব করে শেষ,
দখল করে পায়নি নিতে
আমার বাংলাদেশ।


রাতের আলোয় হায়না গুলো
এসে চুপিসার,
হত্যা করে লেজ গুটিয়ে
পায়নি তারা পার।


আজকে তুমি ঐ আকাশের
তারায় মুজিব শেখ,
সিংহাসনের চূড়ায় বসে
সোনার বাংলা দেখ।