বাড়ি থেকে পাঁচ মিনিটের পথ হেটে যেতে হয়
চারদিকে থৈথৈ বারি,সব কিছুকে ডিঙিয়ে
বর্ষার টলমলে প্রেমিক দাঁড়িয়ে আছে শ্রাবণ!
তবে নির্বাক, কি তার ক্ষোভ? অভিমানটা কিসের?


শ্রাবণের হাতে বর্ষণে ফুঁটেছে এমন ফুল!
রঙ তার হরিদ্রা, সরু শানিত স্নিগ্ধ কেশ
যার ছোঁয়া মাহাত্ম্য হবেই আলিঙ্গন,
সেই প্রীত গোলক পুষ্প নিয়েই দাঁড়িয়ে আছে!


কার জন্য অপেক্ষা'টা? সেকি আদোউ আসবে!
অপেক্ষা কি অপেক্ষাই থাকবে এ চিরকাল