গোল টুপি আর চশমা চোখে
প্রাণী মারার সাধে,
হাতে আছে বন্দুক খানা
ব্যাগ ঝুলানো কাঁধে।


উঁকিঝুঁকি দিচ্ছে শুধু
প্রাণী মারার তাল,
বন্যপ্রাণী কাঁপছে দেখো
আসছে দেখে কাল।


বনের পাশে ছোট্ট গাঁয়ে
থাকত বন্য প্রেমি,
দশ বছরের ক্ষুদ্র বালক
বললো কেগো তুমি?


বনের প্রাণী মারছো কেনো
ওরা অবুঝ প্রাণী,
মারছো তুমি নির্বিচারে
কেমনে হলে গুণী?


পড়ছো তুমি নবাব পোষাক
ভদ্র লোকের ছেলে,
বনের প্রাণী আর মেরোনা
থাকুক মায়ের কোলে।


রচনাকাল:১১/৫/২০১৯
কালিহাতী টাঙ্গাইল