মেঘমালা ঐ যাচ্ছো কোথায়
আমায় সঙে নিবে?
তোমার ডানায় ভর করে যে
ভাসতে আমায় দিবে?


তোমার মতো উড়বো আমি
নীল আকাশের মাঝে,
দেখবো আমি বিশ্ব নিখিল
মেঘের হাওয়ায় ভেসে।


বৃষ্টি হয়ে নামবো আমি
যেথায় তৃণ ভূমি,
রোদের তৃষ্ণা মিটিয়ে দিবো
আপন মনে আমি।


পাহাড় দেখবো নদী দেখবো
দেখবো আরো বিধু,
অলির কাছে ছুঁটে গিয়ে
দেখবো আরো শিধু।


কোথায় কাহার ক্ষোভ রয়েছে
দেখবো চক্ষু মেলে,
সুযোগ পেলে বলবো তাদের
কেমনে জীবন চলে।


সবার মাঝে খুঁজে দেখিবো
কোথায় আছে প্রভূ,
মেঘের সাথে ভিজবো আমি
সঙে নিয়ো কভু।


রচনাকাল:২০মে ২০১৮ইং
কালিহাতী টাঙ্গাইল