এই পৃথিবীতে যা কিছু সুন্দর তাই তো দুর্বোধ্য!
আসমানের চাঁদ সুন্দর দৃষ্টিকে করে বিউটিফুল!
সাধারণ মনু দ্বারা এটা লাভ করা অসাধ্য-
তবু কিছু লোক স্পর্শ করে, কেউ করে ভুল।


ভুল করলে দিতে হয় ঘটা করে ভুলের মাশুল!
মানুষকে যে নেশা বাবুসাব কাবু করে সহজেই!
ভুল হলে দোলে থাকে, মহাকাশে পাতে সে হিন্দোল!
সে জন্য কি বলে সব সুন্দরের পাশে যেতে নেই?


কিছু সুন্দরকে যে দেখতে হয় দূর থেকে আড় চোখে,
কাছে গেলে উড়ে যাতে পারে সেই সুশ্রী চিরতরে,
সব কথা বলা ঠিক নয়, কিছু চেপে রাখো বুকে!
তাই তো তোমায় দেখে যাই, থেকে আমি দূরে দূরে।