চোখের পাতায় এসো ঘুম,তুমি বন্ধ হয়েই যাও চিরতরে!
তখন হয়তো দেখিবো না আমি,স্বজন সকলে কত মনে করে!
তবে দেখে নিবো কার কি স্হগন!
ভেঙে দিতে চায় ঘরের আগোল?
লুট করে নিবে যত খানি আছে-
লন্ঠন নিবে গেলে বাদে গোল।


ঐশ্বর্যের অধিপতি হবে অনেকেই,কেউ আসে আলবেঁধে!
কেউবা আসিবে হাতালুটি করে,কেউবা পড়িবে বাস-নায় কেঁদে।
সাগরের মতো ফণা তুলে কেউ-
তাক করে থাকে আমার ভূলোকে,
সার্থের টানে কত কি যে বলে,
ভুলে যাবে সেই সুহ্নদ স-লোকে।


জানিবো না আমি কেননা,
যে দিন দুটিচোখ বুজে যবে ধরা থেকে!
তাড়া-হুড়া করে সদাইবে তারা-
এক বার দেখে আসিবে যে রেখে।
তারপরে এসে ভাগ ঝুড়া করে- আমি নিবো এটা এটা বলে ধরে,
যেজন আছিলো কতযে কষ্টে-গড়েছে জানোনা, ডেঁপো মজা করে।