আজ পৃথিবী জুড়ে  ছেয়ে গেছে মহরম
হাসান হোসেনের রক্তে ভাসছে পৃথিবী।
পৃথিবী হয়ে উঠছে এজিতের কারখানা
চারিদিকে শুধুই এজিত আর রক্তে-
ভেসে যাচ্ছে পৃথিবী।


একদিন আসবে বীর কাসেম;তরোয়াল-
হাতে নিয়ে ঘোড়ায় চড়ে টগবগিয়েই
মরুভূমির তপ্ত বালিদের উড়াতে।
সেদিন পালাবে'রে কোথায় এজিতের-
সাঙ্গ-পাঙ্গের দল?


আমি যে কাসেমের প্রতিক্ষাতেই আছি
কবে আসবে কাসেম?
নতুন করে ঘটবে পৃথিবীর কারবালা।


১৪ভাদ্র ১৪২৭